বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   200 বার পঠিত

৩ ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফান্ডগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ডের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র অনুসারে, আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে দশমিক ৪৪৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল দশমিক ১৬৬২ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা সর্বশেষ ৯ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৯) কোম্পানির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে দশমিক ৮৫৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় (ইপিএস) ছিল দশমিক ৫৯১৪ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৪৫ পয়সা।

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : এ ফান্ডের প্রথম প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে দশমিক ৬৮৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল দশমিক ১৬৬৯ পয়সা।
এদিকে ৯ মাসে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে দশমিক ৫৯৬৬ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল দশমিক ৫৭৭৭ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৪৩ পয়সা।

এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : এ ফান্ডের প্রথম প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে দশমিক ৭৬৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল দশমিক ০৮৪৫ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২২ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৩০ পয়সা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।