মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫৫ চোরাই মোবাইলসহ গ্রেফতার ৮

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   200 বার পঠিত

৫৫ চোরাই মোবাইলসহ গ্রেফতার ৮

রাজধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ পার্কের সামনের রাস্তায় মোবাইল বিক্রির অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার রাতভর ওই অভিযান পরিচালনা করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতাররা হচ্ছেন- মো. জুয়েল (৩২), মো. মাসুদ (২৫), মো. দুলাল (৪৫), জিজাল মোল্লা ওরফে বিপ্লব হোসেন (৩৮), মো. হাসান (৩৮), মো. সেলিম (৩০), মো. শাহজাহান মিয়া (৩৫) ও মো. খোকন (৪০)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা বিভাগের (ডিবি) নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, উদ্ধারকৃত ৫৫টি মোবাইল বিভিন্ন মডেলের। এ সকল চোরাই মোবাইল ফোন দিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া নিরীহ লোকদের অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে চোরাই মোবাইল সিন্ডিকেটের সদস্যদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, কেউ চোরাই মোবাইল ব্যবহার করবেন না। চোরাই মোবাইল ক্রয় করবেন না। কারণ চোরাই মোবাইল দিয়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা থাকে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।