
বিবিএ নিউজ.নেট | সোমবার, ২২ মার্চ ২০২১ | প্রিন্ট | 396 বার পঠিত
কোভিড-১৯ সহ যেকোনো মহামারীতে ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের লেনদেন চালু থাকেবে।
এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি দেশে করোনা মহামারি আবার নতুন করে বাড়তে থাকায় বিনিয়োগকারীরা পুঁজিবাজার বন্ধ হওয়ার আশঙ্কা করছেন। দেশে পুনরায় সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে এমন গুজব ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে। এতে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে।
গত বৃহস্পতি এবং রোববার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়। গত দুই দিনে ডিএসইর মূল্য সূচক ডিএসই এক্স প্রায় ১৬৭ পয়েন্ট হারিয়েছে।
Posted ৬:০০ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy