বিবিএনিউজ.নেট | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 507 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ জানান, বর্তমানে ওষুধ খাতে ব্যবসা করে টিকে থাকার জন্য এবং ব্যবসায় নতুনত্ব আনার জন্য কমপ্লায়েন্স ফ্যাক্টরির কথা ভাবছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৯ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০৯ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ১৫.০৪ টাকা ।
Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed