নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 521 বার পঠিত
করোনা ভাইরাসের প্রকোপের মুখেই এসেছে এবারের বাংলা নতুন বর্ষ ১৪২৭। প্রায় মাসব্যাপী সাধারণ ছুটিতে এখন গৃহবন্দী সারাদেশের মানুষ। ফলে এবারে অনেকটাই চাঞ্চল্যহীন নববর্ষ বরণ উৎসব।
পহেলা বৈশাখ মানে গান, কবিতা, নাচে বর্ষবরণ, রঙিন পোশাকে বৈশাখী সাজে হাজারো মানুষের সম্মিলন আর বর্ণিল শোভাযাত্রা। করোনা আতংকে থেমে গেছে এবারের সব আয়োজন।
তবে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখে উদযাপিত না হলেও, পারিবারিক আবহে ঘরে বসেই মানুষ নববর্ষকে স্বাগত জানাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকতে বলা হয়েছে মানুষকে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো বারণ। কেননা জনসমাগমে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেশি। মানুষকে বাঁচতে হলে তা মানতে হবে। তবে আসছে বছর দ্বিগুণ উদযাপন হবে এমন প্রত্যাশা বাঙালির।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne