সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকিট পাবেন ২১ মার্চের যাত্রীরা, ভিড় করেছেন সবাই

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   195 বার পঠিত

টিকিট পাবেন ২১ মার্চের যাত্রীরা, ভিড় করেছেন সবাই

যেসব প্রবাসী শ্রমিক সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন এবং ২১ মার্চ সৌদিতে ফেরার কথা তাদের জন্য বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে টিকিট দেয়া শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিশেষ ফ্লাইটে জেদ্দায় নিয়ে যাওয়া হবে তাদের। ২৬ সেপ্টেম্বর ওয়েবসাইটে এ তথ্য জানায় বিমান। ২১ মার্চের যাত্রী ছাড়া অন্যদের ভিড় না করার অনুরোধও করা হয় ওয়েবসাইটের তথ্যে।

তবে বিমানের বার্তা না দেখেই গত ৪ দিনের ধারাবাহিকতায় রোববার সকাল থেকে মতিঝিলের বক চত্বরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ করছে প্রবাসীরা। অনেকে জোরপূর্বক বিমানের অফিসে প্রবেশের চেষ্টা করলেও পরবর্তীতে পুলিশি বাধায় তাদের ঠেকানো হয়।

রোববার ভোর ৭টা থেকে প্রবাসীরা বিমান অফিসের বাইরে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করছে। তারা বলছেন, ভিসার মেয়াদের ভিত্তিতে প্লেনের টিকিট বিক্রি করতে হবে।

নারায়ণগঞ্জ থেকে আসা মোহাম্মদ নবীন হাওলাদার বলেন, আমার ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। আমি বিমানকে সব ধরনের কাগজপত্র দেখানোর পরেও তারা টিকিট দিল না। সাউদিয়াতে (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস) টিকিট পাইনি। টিকিট সঙ্কট থাকলে আমাদের দেশেই থেকে যেতে হবে, আমরা চাকরি হারাবো। প্রবাসীদের কথা বিবেচনা করে বিশেষ ফ্লাইটের সংখ্যা আরও বৃদ্ধি করে আমাদের মতো শ্রমিকদের পাঠানোর ব্যবস্থার অনুরোধ জানান তিনি।

এদিকে টিকিট বিতরণের ক্ষেত্রে বিমানের প্রচার-প্রচারণার অভাবকে দায়ী করেছেন অনেকে। বিক্ষোভে অংশ নেয়া সৌদি প্রবাসী বাবর আজাদ বলেন, আমরা বিমানের টিকিট বিক্রির বিষয়ে কোনো তথ্য জানতে পারছি না। শুনলাম গতকাল রাতে নাকি তারা ওয়েবসাইটে দিয়েছেন যে আজ ২১ মার্চের যাত্রীদের টিকিট দেবে। এখানে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে আপনি সর্বোচ্চ ১০ জন পাবেন না যারা গতকাল রাতে বিমানে ওয়েবসাইট দেখে ঘুমিয়েছেন। তাই বিক্ষোভ প্রতিবাদ হওয়া স্বাভাবিক।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।