নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ মার্চ ২০২১ | প্রিন্ট | 490 বার পঠিত
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ২২ মার্চ , সোমবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ মার্চ , মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মার্চ, বুধবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
জানা যায়, সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে ১০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা। আর একক ভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা।
আগামী ২২ এপ্রিল বিকেল ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ৪০০ কোটি টাকা এবং এক হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪৫৮ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে ৬৪.৬৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭৯ শতাংশ বিদেশি এবং ১৮.১৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan