| রবিবার, ২৮ জুলাই ২০২৪ | প্রিন্ট | 61 বার পঠিত
আজ ২৮ জুলাই সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু উত্থানের তুলনায় পতনের মাত্রায় বেশি ছিল। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ২৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৩.৭২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৭.৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২১.২৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৯ টি শেয়ার ১ লক্ষ ২৯ হাজার ৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪১৩.৬৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৮৩.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩২.৭৬ পয়েন্টে।
গত কার্যদিবসে ডিএসইতে ১৩কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৬৭৭ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ৬৯৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮ কোটি ৯৬ লাখ টাকা।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan