| মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 13 বার পঠিত
গতকালের মত আজও ২২ অক্টোবর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩২ শতাংশ বা ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪১.৭৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৪.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪.৩৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৬ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৭.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬১৫ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ২৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৩.১১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৩.৮৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয় ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ২৮ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫৩৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৪ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৩৩.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৬৪৬.৬৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৫ টাকা।
Posted ৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan