| মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 9 বার পঠিত
আজ ০৪ নভেম্বর সূচকের উত্থানে টাকার অংকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫.০১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯১.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৭.৭৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৪ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ৩০ কোটি ৬৯ লাখ ২ হাজার ৪২৭ টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ২৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩৯ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৬১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৫২.৪৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩৭.৫৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫৭ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয় ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৪.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ১৮ হাজার ৬৮১ টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৬৫ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭৪ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.০২ শতাংশ বা ২৯৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৮৮০.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ২১৬ টাকা।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan