
| শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 27 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) সূচকের উত্থানে প্রধান সূচক ও লেনদেনের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৯৩ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭.৩০ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৫.৫৫ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪.০৮ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৭.০০ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৮.৪৪ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭.৬৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২৬১টি, কমেছে ১০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৩ কোটি ৩১ লাখ ৬০ হাজার শেয়ার ৮ লাখ ৯ হাজার ৭১২বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা বা ১০.১৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা বা ০.০২ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫.৩৯ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৩.০০ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৪.৩০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৮.৩০ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৫ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৯৯ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১১৩.০০ পয়েন্টে এবং ৯৪৬.৭১ পয়েন্টে।
এছাড়া, সিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯২৫.৮৬ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৮০টি, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৭৪১ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৫৯৮ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৩৬ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ১৪৩ টাকা বা ৪০৮.৮৯ শতাংশ।
Posted ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan