
| রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 45 বার পঠিত
আজ ১৬ মার্চ’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেন শুরু পনের মিনিট পর সূচকের একটানা পতন ঘটে। পরবর্তীতে আবারও সূচকের একটানা উত্থান ঘটে। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১.৯৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩.৩০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.৫৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.০২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৬ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ২৩১ টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২২৫.৬১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.২৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০১.৫৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬৩ টির, কমেছিল ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৪ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৬৯৪ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩১৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৩.৭৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭১১ টাকা।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan