
| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 11 বার পঠিত
অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ড রোল স্টীল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই ২ কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি ২টির কর্তৃপক্ষকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানি ২টি জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, শাইনপুকুর সিরামিক গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ২ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২২ টাকা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ২ পয়সা।
অন্যদিকে, এস আলম কোল্ড রোল গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৮ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা ২ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা।
Posted ৪:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan