নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 34 বার পঠিত
জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান সালমা হক, ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কুমার সাহা এলএলবি, এসিএস, পরিচালক কাজি সালিমুল হক, কোম্পানির সচিব কেএম ইরশাদসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কোম্পানির সচিব কেএম ইরশাদ। সভায় কোম্পানির বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, যা উপস্থিত শেয়ারহোল্ডারদের মধ্যে সন্তোষ প্রকাশ করে।
অনুষ্ঠানে বক্তারা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি কাজি সালিমুল হকের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি দেশের বিপুল সংখ্যক বেকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় তার ভূমিকার প্রশংসা করা হয়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ ও শিল্প উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy