| ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৫:৪৬ অপরাহ্ণ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের ধানমন্ডি শাখার বিজয়ীদের মাঝে মঙ্গলবার শাখা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখাপ্রধান বসির আহাম্মদ। এ সময় ব্যাংকের গ্রাহক এবং ঢাকা সেন্ট্রাল জোন ও ধানমন্ডি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংক সারাদেশে এ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফার ব্যবহারকারী, আইপে-সেফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীরা পুরস্কৃত হন।
বাংলাদেশ সময়: ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed