নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ২০ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 1301 বার পঠিত
বন্দর নগরী চট্টগ্রামের এক হাজার কৃষক যাচ্ছেন দেশের হাওর অঞ্চলসমূহের ধান কাটতে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এই শ্রমিক পাঠানো শুরু হয়েছে। রবিবার বিকালে প্রথম দফায় পাঁচটি গাড়িতে করে শ্রমিক যাচ্ছে। এভাবে মোট ৪০টি যাত্রীবাহী বাসে করে এক হাজার শ্রমিক পাঠানো হবে ধান কাটার জন্য।
সিএমপি কমিশনার মাহবুবুর রহমান রিপন জানান, এই সব শ্রমিকদের বুঝে নেবেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। সেখানে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। কাজ শেষে পারিশ্রমিক পরিশোধ করে একইভাবে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হবে। তবে শুধু পারিশ্রমিক পরিশোধ করবেন সংশ্লিষ্ট জমির মালিক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য সংকটে সতর্ক থাকার পাশাপাশি খাদ্য উৎপাদনে সক্রিয় থাকার জন্য গত কয়েকদিন ধরে নির্দেশনা দিচ্ছেন। করোনাকালে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার সংকট এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার পটভূমিতে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy