নিজস্ব প্রতিবেদক: | ১২ মে ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারের নেতৃত্বে প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ডিএসইর অ্যাডভাইজরি সার্ভিস প্রদানের মাধ্যমে বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানগুলোকে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্মে নিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ ও ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, ইস্যু মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ডেট মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের অন্যান্যোর মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৭:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan