আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 225 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল কোর্ট শুক্রবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। আদালত জানিয়েছে, অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করে শুল্ক আরোপের যে যুক্তি ট্রাম্প প্রশাসন দিয়েছিল তা ১৯৭৭ সালের আইন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী কর আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে সংরক্ষিত।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালত এর আগেই এই বিষয়ে রায় দিয়েছিল যে, ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। তিন বিচারকের প্যানেলে একজন ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগপ্রাপ্ত বিচারকও ছিলেন।
ওয়াশিংটনের ফেডারেল সার্কিটের আপিল কোর্টের এই বিভক্ত রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট সংকীর্ণ ও সেক্টরভিত্তিক শুল্ক আরোপের (যেমন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর) আইনি ক্ষমতা রাখেন। তবে বৈশ্বিকভাবে আরোপিত শুল্ক তার ক্ষমতার বাইরে চলে গেছে।
এই মামলা সর্বোচ্চ আদালতে গড়াবে বলে ধারণা করা হচ্ছে। মামলাটি ঘুরপাক খাচ্ছে ট্রাম্পের International Emergency Economic Powers Act (IEEPA)–এর বিস্তৃত ব্যাখ্যার ওপর। এই আইন প্রেসিডেন্টকে কেবল “অস্বাভাবিক ও অসাধারণ” পরিস্থিতিতে জরুরি ক্ষমতা দেয়, যা আগে শত্রু রাষ্ট্রের সম্পদ জব্দ বা নিষেধাজ্ঞার জন্য ব্যবহার হয়েছে।
ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি IEEPA ব্যবহার করে শুল্ক আরোপ করেন। তার দাবি ছিল, বাণিজ্য ঘাটতি, মার্কিন উৎপাদনশীলতার পতন ও মাদক পাচারের কারণে এসব শুল্ক প্রয়োজনীয়। কিন্তু আইনটিতে শুল্কের কোনো উল্লেখ নেই।
Posted ৪:২৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy