অর্থনীতি ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:২২ অপরাহ্ণ
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ শুরু হবে আগামী ৭ মার্চ। চলবে ১৯ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৬৯তম কমিশন সভায় সিলকো ফার্মার আইপিও অনুমোদন করে। সভা শেষে কমিশন জানায়, ওষুধ কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকায় তিন কোটি সাধারণ শেয়ার ইস্যু করে বাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। আইপিওর অর্থ কোম্পানির কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিওর খরচ মেটাতে ব্যয় হবে।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৫ টাকা ৪১ পয়সা। পাঁচ বছরের শেয়ারপ্রতি মুনাফার ভারিত গড় দাঁড়ায় ১ টাকা ৪৬ পয়সা।
সিলকো ফামার্র ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
বাংলাদেশ সময়: ৩:২২ অপরাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |