
বিবিএ নিউজ.নেট | শনিবার, ২৮ আগস্ট ২০২১ | প্রিন্ট | 362 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৭ শতাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৯৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.৩৫ টাকা বা ৩৭ শতাংশ বেড়েছে।
এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। যা আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ০.৩৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.১৯ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৩২ টাকায়।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy