| ১১ জানুয়ারি ২০১৯ | ৩:৩৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণ তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে রহিম স্টিল মিলে এ এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- সাগর আহমেদ (৪২), মকবুল হোসেন (৪০) ও সামছুল হক (২০) । তাঁরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দুই জনের ২০ শতাংশ পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed