নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 433 বার পঠিত
৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২১২ কোটি ৮৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার লিজিং কোম্পানি। এগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। শেয়ারবাজারের মন্দাবস্থায় এই নগদ লভ্যাংশ সুপারিশকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লিজিং কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারের চলমান মন্দাবস্থার অন্যতম কারন তারল্য সংকটে ব্যাংকগুলোর ন্যায় লিজিং কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষনার খবর শেয়ারবাজারের জন্য ইতিবাচক। যা শেয়ারবাজারে সাপোর্ট দেবে বলে মনে করেন তারা।
এদিকে ২০১৯ সালের ব্যবসায় নগদের পাশাপাশি ২টি লিজিং কোম্পানির পর্ষদ বোনাস শেয়ারও ঘোষণা করেছে।
নিম্নে ২০১৯ সালের ব্যবসায় লিজিং কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
লিজিং কোম্পানির নাম | ২০১৯ সালের লভ্যাংশ | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) |
আইডিএলসি ফাইন্যান্স | ৩৫% নগদ | ১৩১.৯৭ |
আইপিডিসি ফাইন্যান্স | ১০% নগদ ও ৫% বোনাস | ৩৫.৩৪ |
ডেল্টা ব্র্যাক হাউজিং | ২০% নগদ ও ১৫% বোনাস | ২৬.৮১ |
ইউনাইটেড ফাইন্যান্স | ১০% নগদ | ১৮.৭১ |
মোট | ২১২.৮৩ কোটি টাকা |
Posted ২:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan