রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

  |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   46 বার পঠিত

অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউজ রিলায়েন্স ফাইন্যান্স (আভিভা ফাইন্যান্স) এর সহযোগী প্রতিষ্ঠান আভিভা ইক্যুইটির বিরুদ্বে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কোম্পানিটিতে ভয়াবহ অনিয়ম ও কারসাজি হয়েছে বলে একটি প্রতিবেদন গত ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারসাজির এই অভিযোগ প্রাথমিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি আরও গভীরভাবে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএসই।

দুই সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক এজিএম বজলুর রহমান ও এক্সিউটিভ মোহাম্মদ আবু নাসের মজুমদার।

ডিএসই তদন্তের বিষয়ে আভিভা ইক্যুইটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিএসইর পরিদর্শক দল ‘স্পট তদন্ত’ করবে। কোম্পানির বিভিন্ন অনিয়ম নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই বলেছে, সম্প্রতি একটি গণমাধ্যমে আভিভা ইক্যুইটিতে ভয়াবহ শেয়ারকারসাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছেছে।

প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি, নেগেটিভ অ্যাকাউন্টে ঋণ প্রদান, ডিলার অ্যাকাউন্ট ও নেগেটিভ অ্যাকাউন্টে শেয়ার ডাম্পিং, অতিরিক্ত দামে প্লেসমেন্ট শেয়ার ক্রয়, সীমাহীন শেয়ার কারসাজি এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ হয়েছে। এসব ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।