সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   57 বার পঠিত

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করীমের বিরুদ্ধে অর্থ আত্মসাত সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত। গতকাল ২ অক্টোবর এই পরোয়ানা জারি করা হয়।

জানা যায়, আলোচিত মামলায় ইঞ্জিনিয়ার রেজাউল করিম জামিনে ছিলেন। রোববার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শামীম আহমেদ জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বরিশালের রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা এমদাদুল হক সুরুজ মোল্লা বাদি হয়ে গত ২৭ মার্চ কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করীমসহ আটজনের নামে মামলাটি করা হয়। তার বিরুদ্ধে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামরার অন্যান্য আসামীরা আদালতে হাজির হয়ে জামিন নিলেও রোববার মামলার নির্ধারিত দিনে রেজাউল করীম আদালতে অনুপস্থিত থাকায় তাঁকে জামিন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, বরিশালে একটি নদীতীর সংরক্ষণে ব্লক ফেলানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের দরপত্রে ৩০ কোটি টাকার কাজটি পায় কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান জুডিয়াক ড্রেজিং লিমিটেড। কাজটি বাস্তবায়নের জন্য চুক্তির মাধ্যমে সাব কন্টাক্ট্র নেন সুরুজ মোল্লা। তাঁর দাবি, শর্ত অনুযায়ী কাজ শেষ করার সময় মূল ঠিকাদার কনফিডেন্স গ্রুপের কাছে তাঁর ১৯ কোটি ১২ লাখ টাকা বকেয়া পড়ে। পরবর্তীতে ১৪ কোটি ৭২ টাকা পরিশোধ করা হলেও ৪ কোটি ৩৮ লাখ টাকা দিতে অস্বীকার করেন গ্রুপের চেয়ারম্যান রেজাউল করীম। এ কারণে তিনি মামলাটি করেন।

কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম কনফিডেন্স গ্রুপেরও চেয়ারম্যান। সিমেন্ট ছাড়াও এই গ্রুপের রয়েছে টেক্সটাইল, বিদ্যুৎ, রঙ, ইস্পাত, অবকাঠামো ব্যবসা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।