| রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 7 বার পঠিত
সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সিকিউরিটিজ দুইটি হলো: প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।
রোববার (১০ নভেম্বর) বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে। এর কারণে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং এনএলআই সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।
এ ধরণের ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan