নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 439 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলহাজ্ব টেক্সটাইল মিলসে সার্বিক তদারকির জন্য পর্যবেক্ষকসহ তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কোম্পানিটিতে তিনজন স্বতন্ত্র পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও ডিএসইর একজন উর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। তবে এখানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক থাকবেন বলে জানা গেছে।
অন্যদিকে কোম্পানিটিতে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কমিশন। তারা হলেন-বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের অধ্যাপক ড.এ.এম সালা উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহযোগী অধ্যাপক ড. মিলিতা মেহজাবীন।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan