রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক-তৃতীয়াংশ লেনদেন ১০ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   56 বার পঠিত

এক-তৃতীয়াংশ লেনদেন ১০ কোম্পানির দখলে

বিদায়ী সপ্তাহে (১১-১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ৯০৭ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকা। এই ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩৬.৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা ১০ কোম্পানি হলো- সালভো কেমিক্যাল, ইন্ট্রাকো সিএনজি, মুন্নু সিরামিক, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো মেশিনারি এবং ইস্টার্ন হাউজিং।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে সালভো কেমিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৫৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.১৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪১ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৭৭ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৮ লাখ ৮ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০১ শতাংশ।

লেনদেনের চতুর্থ স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৮৬ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫৩ শতাংশ।

লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৪ লাখ ৫ হাজার ৩৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৭১ লাখ ৭৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১২ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৯৪৪টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৭৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৫ শতাংশ।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন। লেনদেনের সপ্তম স্থানে রয়েছে সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬২ লাখ ১০ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০১ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ লাখ ৮ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৭২ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৯৫ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে নবম দখল করেছে মুন্নু এগ্রো মেশিনারি সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ লাখ ২ হাজার ৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৮৫ লাখ টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৬ শতাংশ।

ইস্টার্ন হাউজিং তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮ লাখ ৪৬ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০২ শতাংশ।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।