বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট | 347 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এফসিএ।
এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বিধু ভূষণ চক্রবর্তীসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব শরিফুল ইসলাম চৌধুরী।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোকপাত করা হয়। এতে দেখা যায়- আলোচ্য বছর প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম ও নিট প্রিমিয়াম হয়েছে ৪৬ কোটি ২১ লাখ টাকা ও ২৯ কোটি এক লাখ টাকা। এসময় করপূর্ব মুনাফা ও কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১১ কোটি ১৮ লাখ টাকা এবং ৮ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা হয়েছে ১২ কোটি ৫ লাখ টাকা, যা আগের বছর ছিল ৬ কোটি ১৯ লাখ টাকা।
আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ দাঁড়িয়েছে ১২৮ কোটি ৬৮ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ১২৪ কোটি ২০ লাখ টাকা। বছর সমাপ্তে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১.৯৭ টাকা এবং ২০.৬৩ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক সাফল্যে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভায় যা অন্যান্য এজেন্ডার সাথে বিনিয়োগকারীদের সর্বসম্মতি লাভ করে।
Posted ৪:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy