মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিবিদ সীডের কিউআইওতে আবেদন শুরু ২০ মার্চ

  |   রবিবার, ০৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   108 বার পঠিত

কৃষিবিদ সীডের কিউআইওতে আবেদন শুরু ২০ মার্চ

কৃষিবিদ সীড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২০ মার্চ থেকে, এ প্রক্রিয়া চলবে ২৪ মার্চ পর্যন্ত।

প্রাথমিক গণপ্রস্তাবের বিকল্প প্রক্রিয়ায় এসএমই প্লাটফর্মে পুঁজিবাজার থেকে ১১ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূলের ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

চলতি বছরের ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় কোম্পানিটির কিউআইওর প্রস্তাব অনুমোদন করে।
বিএসইসির তথ্য মতে, কোম্পানির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬০ পয়সা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:১০ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।