নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ আগস্ট ২০২০ | প্রিন্ট | 506 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫১ বারে ৮৭ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ইউনিটটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৬৩ বারে ৭ লাখ ৪৬ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, কে অ্যান্ড কিউ ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।
Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan