রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

আব্দুল্লাহ ইবনে মাস্উদ   |   বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   748 বার পঠিত

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর শুরু হচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ করতে ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ১০ হাজার সদস্য।
এবার চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের দু’গ্রæপের মুরব্বিদের ১০টি শর্ত বেঁধে দিয়েছে প্রশাসন। এর মধ্যে প্রথম গ্রæপকে আখেরি মোনাজাতের ৬ ঘণ্টার মধ্যে মাঠ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইজতেমা মাঠে নেয়া সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সবার সামনে তুলে ধরেন। সিদ্ধান্তগুলো হলো-
* শুক্র ও শনিবার মওলানা জোবায়েরের অনুসারিরা ইজতেমা শুরু করে শনিবার মাগরিবের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ করে চলে যাবেন।

* মওলানা সা’দ অনুসারিরা রোববার ফজরের নামাজের পর ইজতেমা মাঠে প্রবেশ করবেন এবং ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। সোমবার সা’দপন্থী ওয়াসিফুল ইসলাম অনুসারিরা ইজতেমা মাঠে প্রবেশ করে তাদের দুদিনের ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন।
* মওলানা জোবায়ের অনুসারিরা ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ করবেন।
* মওলানা জোবায়েরপন্থীরা শনিবার বাদ মাগরিব আখেরি মোনাজাত শেষ করে মাঠ ছেড়ে চলে যাবেন।
* মওলানা জোবায়েরপন্থী লোকজন প্রশাসনের উপস্থিতিতে সা’দপন্থীদের কাছে মাঠ বুঝিয়ে দেবেন।
* দু’পক্ষের ইজতেমা শেষে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজে লাগানো সরঞ্জামাদির বিষয়ে দু’পক্ষের মুরব্বিরা বসে সিদ্ধান্ত নেবেন।
* ইজতেমা শেষে ময়দানে মুসল্লিদের ব্যক্তিগত সামগ্রী ছাড়া বাকি সকল মালামাল স্থানীয় প্রশাসনের দায়িত্বে থাকবে।
* মওলানা জোবায়ের অনুসারি বিদেশি মেহমানরা দুদিন ইজতেমা শেষে উত্তরা হাজক্যাম্পে অবস্থান করবেন।
* স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, মওলানা সা’দ কান্ধলবি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন না।
* ইজতেমা চলাকালীন উভয়পক্ষের তাবলিগ অনুসারি মুসল্লিরা টঙ্গীর আশপাশ এলাকার মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়‚ন কবীর বলেন, অন্য বছরের তুলনায় এবার ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষে থেকে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রায় ৫০০ সিসি ক্যামেরার পাশাপাশি মাঠের চারপাশে থাকছে ১৭টি ওয়াচ টাওয়ার।
তিনি বলেন, আমরা ১২৩টি ট্রেনে বিশেষ ব্যবস্থা করেছি। বিআরটিসির জন্য ৪০০ বাসের ব্যবস্থা করেছি। আশা করা যায়, সব রকমের সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো।

এদিকে বিশ্ব ইজতেমার কারণে মাধ্যমিক স্কুৃল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রæয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নিতে শিক্ষাবোর্ডগুলো থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর মধ্যে ১৬ ফেব্রæয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রæয়ারি, ১৭ ফেব্রæয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রæয়ারি এবং ১৮ ফেব্রæয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।