
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
বৃহস্পতিবার আইডিআরএ’র সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিআইএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদের নেতৃতে নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় আইডিআরএ’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।
বিআইএ নেতৃবৃন্দের মধ্যে সভায় সংগঠনের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, সদস্য সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. আব্দুল মতিন সরকার উপস্থিত ছিলেন ।
Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy