বিবিএনিউজ.নেট | রবিবার, ১৯ জুলাই ২০২০ | প্রিন্ট | 545 বার পঠিত
ঈদ-উল ফিতরের মত এবারও অনিশ্চিত ঈদ-উল আযহায় বাড়ি ফেরা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন যাবত বন্ধ থাকার পর সীমিত আকারে চালু হয়েছে গণপরিবন। তবে এবার ঈদে গণপরিবহন চলবে কি-না, মানুষ গ্রামের বাড়ি যেতে পারবে কি-না তা এখনও নিশ্চিত হয়নি।
ঈদের সময় ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহন চলবে। তবে পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে।
তবে গতকাল রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদে ট্রেনের সংখ্যা বাড়বে না। এখন যেমন চলছে তেমনই চলবে। বাস মালিক সমিতির নেতারা বলেছেন, ঈদে গণপরিবহন চলাচলের বিষয়ে এখনও তারা কোনো নির্দেশনা পাননি। নতুন কোনো নির্দেশনা না পেলে চলমান সীমিত পরিসরেই চলবে বাস।
Posted ১:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed