মঙ্গলবার ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইর আরও ৯ ট্রেক অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   176 বার পঠিত

ডিএসইর আরও ৯ ট্রেক অনুমোদন

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার জন্য আরও নতুন ৯টি ব্রোকারেজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর সদস্য হিসেবে এসব প্রতিষ্ঠান পুঁজিবাজারে লেনদেন করার সনদ পাবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) নতুন ৯টি ট্রেকের অনুমোদন দিয়ে ডিএসইর কাছে প্রেরণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন অনুমোদিত ৯টি ট্রেক হলো-অ্যাসুরেন্স সিকিউরিটিজ এন্ড মেনেজম্যান্ট লিমিটেড, মেট্রিক্স সিকিউরিটিজ সিকিউরিটিজ লিমিটেড, সিএএল সিকিউরিটিজ লিমিটেড, এসবিআই সিকিউরিটিজ লিমিটেড, উইংস ফিন লিমিটেড, ফারইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড, ইন্নোভা সিকিউরিটিজ লিমিটেড, এবং ডিপি৭ লিমিটেড।

এর আগে গত ১৮ মে প্রথম ৩০টি ট্রেকের অনুমোদন দেয় বিএসইসি। তারপর ২১ জুন আরও ২৬টি ট্রেকের অনুমোদন দেওয়া হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৬৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেকের অনুমোদন দিল নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা যায়, নতুন ৯টি ট্রেকের অনুমোদন ছাড়াও আরও ৪টি প্রতিষ্ঠানকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় হালনাগাদ কাগজ-পত্রসহ পুনরায় আবেদন করার অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-গিবসন সিকিউরিটিজ, এসকিউ ও্যায়ার কেবল কোম্পানি, ফারিহা নিট টেক্স এবং সিভিসি ফাইন্যান্স।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।