
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 116 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১০-১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের। এর ফলে কোম্পানিটি সাপ্তাহিক দর কমার বা লুজারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্বোধনী দর ছিল ১৬ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৭.৫০ শতাংশ। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলেল ৭.৪৮ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৭.৪১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৯৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৬.৪৪ শতাংশ, ব্যাংক এশিয়ার ৬.৪৪ শতাংশ, বিডিকমের ৬.৪৩ শতাংশ, উত্তরা ব্যাংকের ৬.৪৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৬.৩২ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৬.৩১ শতাংশ দর কমেছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan