বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

  |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   14 বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

গত কার্যদিবসের মত আজও ১২ মার্চ’২৫ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৬.০৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬.৬১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৯.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৬৪৪ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৬৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৯.৩০০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৩.৯২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৪.৬৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮২ টির, কমেছিল ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১২ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩১২ টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৭০৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪০ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৬৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৮.২৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩৮৭ টাকা।

 

 

Facebook Comments Box
top-1

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।