
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 96 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
সপ্তাহের শুরুতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্বোধনী দর ছিল ৬৪ টাকা ৫০ পয়সা।
আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৪ টাকা ২০ পয়সা।
আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১০ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৭ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে মেট্রো স্পিনিং মিলসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৩৭ শতাংশ দর বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লিগ্যাসী ফুটওয়্যার ১২.৮৩ শতাংশ দর কমেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১১.৯৮ শতাংশ দর কমেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের।
১১ শতাংশ দর কমেছে ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইনের দর কমেছে ১০.৭৩ শতাংশ।
এছাড়া, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯.৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল ৯.৫০ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ দর কমেছে।
এর আগের সপ্তাহে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের।
এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ওই সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭ টাকা ৫০ পয়সা।
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছিল ১ টাকা ৫০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan