
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 98 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের।
এর মাধ্যমে কোম্পানিটির ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে।
যার বাজার মূল্য ১৪৫ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে।
যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫০ লাখ ০১ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেন তালিকার চতুর্থ স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১০৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লেনদেন তালিকার পঞ্চম স্থানে থাকা এডিএন টেলিকমের ৯৭ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৯৪ কোটি ৯ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সাপ্তাহিক লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কের ৯২ কোটি ২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, বিডকম অনলাইনের ৭৮ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৭১ লাখ টাকার এবং বাংলাদেশ শিপিং কপোরেশন লিমিটেডের ৬৫ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার।
এর আগের সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছিল জেনেক্স ইনফোসিস।
ওই সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫২ লাখ ৯০ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে।
যার বাজার মূল্য ১৫৪ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan