বিবিএ নিউজ.নেট | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 550 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে কারিগরি ক্রটির কারণে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন না বিনিয়োগকারীরা। ট্রেডিং সিস্টেমের সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ব্রোকারহাউজ ও বিনিয়োগকারীদের।
গতকাল রোববার দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে ট্রেডিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে ওই সময়ে অনেক শেয়ার ক্রয় ও বিক্রয় আদেশ কার্যকর হয়নি। ডিএসইর ট্রেডিং সিস্টেম কারিগরি ত্রুটির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি কারিগরি ত্রুটির কারণে শেয়ার বিক্রি করতে না পারায় ডিএসইর কাছে ক্ষতিপূরণ চেয়েছে তারা। এমনকি বর্তমান ট্রেডিং সিস্টেমের আওতায় লেনদেন করতে চান না বলে দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।
রোববার ট্রেডিং সিস্টেম কারিগরি ত্রুটির পরিপ্রেক্ষিতে শেলটেক ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারী ডা. মহসিন খান ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা বরাবর অভিযোগ জানিয়েছেন। চিঠিতে অভিযোগ করে তিনি উল্লেখ করেন, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। আমার বিও আইডি- ১২০২৫৫০০৬৩০৬৩৯২৭ এবং ১২০২৫৫০০৬৩০৬৩৯৪৩।
আজ সার্ভার সমস্যার কারণে আমি শেয়ার বিক্রি করতে পারিনি। আমার মতো আরও অনেক হাউজে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেনি। তখন হাউজ থেকে বলা হয়েছে, সার্ভার প্রবলেম। এ সমস্যার কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই শেয়ার বিক্রি করতে না পারায় আমাদের যে ক্ষতি হয়েছে, তার জন্য ডিএসইর কাছে ক্ষতিপূরণ চাচ্ছি।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy