শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসই’র সিআরও পদে ২৪ প্রার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   255 বার পঠিত

ডিএসই’র সিআরও পদে ২৪ প্রার্থীর আবেদন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) পদে ২৪জন প্রার্থী আবেদন করেছেন।
ডিএসইর একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করে নাম না প্রকাশের শর্তে বলেন, আমার অবাক লাগে ডিএসইর সিআরও পদে একটি ব্যাংকের সিনিয়র অফিসার আবেদন করেছে। সব মিলে ২৪জন প্রার্থী আবেদন করেছেন বলে জানান তিনি।

গত বছরের ২৪ ডিসেম্বর একেএম জিয়াউল হাসান খান অসুস্থতার কারণে ডিএসইর সিআরও পদ থেকে পদত্যাগ করেন। এরপর এক্সচেঞ্জটির পর্ষদ সভায় সিআরওর পদত্যাগপত্র গ্রহণ করে।

এর পর থেকে ডিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্থলে নতুন সিআরও পেতে গত মাসে ডিএসইর পত্রিকায় বিজ্ঞাপন দেয়। যা সময় গত সপ্তাহের শেষ হয়েছে। নির্ধারিত সময়ে মোট ২৪জন প্রার্থী আবেদন জমা দিয়েছে। নতুন সিআরও আগামী ৩ বছরের জন্য নিয়োগ পাবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ জুন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে একেএম জিয়াউল হাসান খান এক্সচেঞ্জটিতে যোগ দেন। এরপর ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সময়ে সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিয়োগ পান। প্রথম দফার মেয়াদ শেষে আরো তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। এ বছরের এপ্রিলে তার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।