| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 7 বার পঠিত
আজ ২১ নভেম্বর দরপতন সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৪৭.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫১.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৩ কোটি ১ লাখ ৩৯ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৫০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪৫.২৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৪.৬৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয় ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৮১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৬৭১ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯৩ কোটি ০৭ লাখ ৫২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ২৮ লাখ ০৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ৮৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮৪.২৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৫৭৬ টাকা।
Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan