
| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 27 বার পঠিত
রেকর্ড ডেটের কারণে আগামীকাল দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং সেনা ইন্স্যুরেন্স কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৬ পয়সা। আগের বছরে ছিল ২২ টাকা ৪৩ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৭ টাকা ২৩ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৮২ পয়সা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মার্চ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে; সেনা গৌরব হল, এসকেএস টাওয়ার (নবম তলা), ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা- ১২০৬ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮ পয়সা। আগের বছর আয় ছিল ৩ টাকা ০২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সা।
আগামী ২৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan