রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিম্নমুখী সূচক ও লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   127 বার পঠিত

নিম্নমুখী সূচক ও লেনদেন

পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ জানুয়ারি) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমছে। তবে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩২. ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৪. ০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬১২.১৬ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির। ডিএসইতে এদিন ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম।

এদিকে অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৪.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩৭১.৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৩৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৯৭.৬৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯১.৩৫ পয়েন্টে।

বুধবার সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।