বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ন্যাশনাল টি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ন্যাশনাল টি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২১-২২ অর্থবছরের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা, পরিচালকদের অবসর গ্রহণ ও পুন:নিয়োগসহ ২০২২-২৩ অর্থবছরের জন্য নিরিক্ষিক নিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে গ্রস প্রফিট ১ কোটি ৫৪ লাখ টাকা বেড়ে হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। যা ২০২০-২১ বছরে ছিলো ৯ কোটি ৬৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির নিট টার্নওভার ৪ কোটি ৫৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে সমাপ্ত অর্থবছরে দাঁড়িয়েছে ১০৬ কোটি ৬৯ লাখ টাকা যা গত অর্থবছরে ছিলো ১০২ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটি ২০২১-২২ সালে চা উৎপাদন করেছে ৫৬ লাখ ৪৯ হাজার কেজি যা ২০২০-২১ সালে উৎপাদনের পরিমাণ ছিলো ৫৬ লাখ ৯৭ হাজার কেজি।

সভায় অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিন কাশেম, মো. শাকিল রিজভী, মো. গোলাম মোস্তফা, সৈয়দ বেলাল হোসেন, মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান, প্রফেসর ড. রাজিয়া বেগম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচ,এস,এম জিয়াউল আহসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাও শেয়ারহোল্ডারগণ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব এ, কে, আজাদ চৌধুরী।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।