নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 343 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পুরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গতকাল ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সহ কোম্পানির বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। এতে বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান, শেয়ারহোল্ডারগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়, কোম্পানি সেক্রেটারি সোহাগ তালুকদার এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সভার সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মজিবুল ইসলাম বলেন, ‘শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার এবং কর্মীদের সহযোগিতা ও আস্থার জন্যই আমরা এ পর্যায়ে আসছে পেরেছি। তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আমরা আরও বেশি লভ্যাংশ দিতে পারব বলে আশা করি।’ তিনি ভবিষ্যতে আরও উন্নত সেবা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশের বীমা খাতে পুররী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড একটি সফল ও উদীয়মান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে। ২০২৪ সালে পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের মোট আয় ছিল ১৪৮ কোটি ৪৫ লাখ টাকা যা পূর্ববর্তী বছরের ১০৮ কোটি ৮৯ লাখ টাকার তুলনায় ৩৬.৩৪ শতাংশ বেশি। নিট আয় ছিল ৯১ কোটি ৮৪ লাখ টাকা যা ২৯.৪৯% বৃদ্ধি পেয়েছে। পুরবী জেনারেল ইন্স্যুরেন্স আর্থিক স্থিতিশীলতা, লভ্যাংশ প্রদানে প্রতিশ্রুতি ও বিভিন্ন বীমা সেবা প্রদানে সক্ষমতা দ্বারা বাংলাদেশের বীমা খাতে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
Posted ৮:২৫ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy