বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০৪ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   366 বার পঠিত

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ২০ টাকা এবং ২টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এবার কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সব থেকে কম লভ্যাংশ দিচ্ছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার আগের ৫টি বছর ১০ শতাংশ করে লভ্যাংশ দেয় এই সাধারণ বীমা কোম্পানিটি।

এবার কোম্পানিটি যেমন কম লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তেমনি মুনাফার বেশিরভাগ অংশ থেকে বঞ্চিত হচ্ছেন শেয়ারহোল্ডাররা। কারণ, প্রতিটি শেয়ারে ১ টাকা ১৭ পয়সা হারে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৩ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্য থেকে ৪৬ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ মুনাফার মাত্র ১৭ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৪৮ দশমিক ৪৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৬৫ শতাংশ শেয়ার আছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।