মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ভারতীয় র‌্যাংলার আনন্দমোহন বসু ছিলেন কিশোরগঞ্জের সন্তান

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   307 বার পঠিত

প্রথম ভারতীয় র‌্যাংলার আনন্দমোহন বসু ছিলেন কিশোরগঞ্জের সন্তান

আনন্দমোহন বসু (২৩ সেপ্টেম্বর, ১৮৪৭ – ২০ আগস্ট, ১৯০৬) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক। তাঁর জন্ম বর্তমান বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন জয়সিদ্ধি গ্রামে। ময়মনসিংহ জজ আদালতের পেশকার পদ্মলোচন বসু ছিলেন তার পিতা। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বোন স্বর্ণপ্রভা বসু তাঁর স্ত্রী।

ময়মনসিংহ জিলা স্কুল থেকে মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করে এনট্রান্স পরীক্ষা পাশ করেন। এফএ এবং বিএ পরীক্ষা দেন প্রেসিডেন্সী কলেজ থেকে। উভয় পরীক্ষায়ই শীর্ষস্থান অধিকার করেন। ১৮৭০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ইংল্যান্ড যান। সেখানে কেমব্রিজের ক্রাইস্ট কলেজ থেকে উচ্চতর গণিত বিষয়ে পড়াশোনা করেন। অনার্সসহ ডিগ্রী পরীক্ষা তথা ট্রাইপস পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ করে “প্রথম ভারতীয় র‌্যাংলার” হবার সৌভাগ্য অর্জন করেন।

১৮৭৪ সাল থেকে তিনি আইন ব্যবসা শুরু করেছিলেন।আনন্দমোহন বসু ১৮৮৪, ১৮৯০ এবং ১৮৯৫ সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ময়মনসিংহ শহরে ১৮৮৩ সনে ময়মনসিংহ ইনস্টিটিউশন নামে বিদ্যালয় স্থাপন করেন, বর্তমানে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ( বাংলাদেশ), শিবনাথ শাস্ত্রীর সহযোগিতায় ১৮৭৯ সনে কলকাতায় সিটি স্কুল প্রতিষ্ঠা করেন, এটি এখন আনন্দমোহন কলেজ (কলকাতা) নামে প্রসিদ্ধ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।