বিবিএনিউজ.নেট | শনিবার, ২৯ জুন ২০১৯ | প্রিন্ট | 574 বার পঠিত
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের সম্প্রতি কর্পোরেট হেলথ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় প্রাইম হেলথ প্ল্যানের সম্মানিত গ্রাহকরা প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড থেকে ল্যাবরেটরি টেস্টে ২০%, রেডিওলজি ও ইমেজিং টেস্টে ১০%, সিট ভাড়ার ১০% ছাড় এবং ক্যাশলেস সুবিধা পাবেন।
প্রাইম নন লাইফ ইন্স্যুরেন্স হওয়া সত্ত্বেও গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রয়োজন অনুযায়ী সেবা নিয়ে এগিয়ে এসেছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি নতুন যুগের উন্মোচন হয়েছে যা বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতা ও পরিচর্যার ব্যাপক ভূমিকা রাখবে।
প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহম্মদী খানম এবং প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আবু আশফাক স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক খন্দকার আবুল খায়ের, মানবসম্পদ বিভাগের প্রধান রোকসানা হাসিন উপস্থিত ছিলেন।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed