শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬ কোটি ৪৭ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্লাহ’র সস্ত্রীক ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   277 বার পঠিত

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্লাহ’র সস্ত্রীক ৪ বছরের কারাদণ্ড

ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ৪৭ লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় দেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিলের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এই দণ্ড দেয়া হয়।

দুদকের সহকারী পরিদর্শক জাকির হোসেন ব্যাংক বীমা অর্থনীতিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার উভয় আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা।

দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় এই মামলা হয়।

মামলার আভিযোগে বলা হয়, হেমায়েত উল্লাহ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। স্ত্রী গৃহীনি হলেও দুদকের কাছে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।