শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে রেকর্ড উত্থান

বছর শেষে পরিবর্তনের ইঙ্গিত

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   456 বার পঠিত

বছর শেষে পরিবর্তনের ইঙ্গিত

বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় অবশেষে প্রাণ ফিরে পেয়েছে দেশের পুঁজিবাজার। এর ফলে সূচক, লেনদেন ও বাজার মূলধনে একের পর এক রেকর্ড গড়ছে উভয় স্টক এক্সচেঞ্জ।

গত ২৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। এতে বাজার মূলধন বৃদ্ধিতে রেকর্ড গড়েছে ডিএসই ও সিএসই।
এদিন ডিএসইর সূচকের বড় উত্থানে বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ টাকায় পৌঁছেছে। ডিএসইর ইতিহাসে এটা সর্বোচ্চ বাজার মূলধন। একইভাবে সিএসইর সূচকের বড় উত্থানে বাজার মূলধন ৩ লাখ ৬৭ হাজার ৫০৯ কোটি ৩২ লাখ টাকায় পৌঁছেছে।

গত বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। ফলে একদিনের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ টাকা। একই সময়ে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৫৩ হাজার ৮২৯ কোটি ৫৫ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে সিএসইর বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ৬৭৯ কোটি ৭৭ লাখ।

বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরে আসায় বছরের শেষদিকে পুঁজিবাজারে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাজারে নতুন বিনিয়োগ ঢুকছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেনে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার লেনদেন উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে। বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় বাজার মূলধন বেড়ে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

গত রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩২৮.২৭ পয়েন্টে। ডিএসইর সূচকের এ উত্থানে গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় এটি।

এদিকে লেনদেন শেষে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২২৬.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৬২.৭২ পয়েন্টে। সিএসইর সূচকের এ উত্থানে গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। তবে নতুন বছর বাজারের চিত্র কেমন থাকবে সেটি নিয়েও রয়েছে নানা মত। যে বিষয়টি সবার আগে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি স্থিতিশীল পুঁজিবাজার। তাই রেকর্ড হলো কিনা তার চেয়ে বড় কথা বাজার স্থিতিশীল হোক।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।